হাবলুর ছোট মামা দাঁড়িয়েছিল ভোটে—
হাতেগোনা ক’টা ভোট পেয়েছিল মোটে।
জনগণ তারে চায় না,
তাতে কিছুই যায় না;
পরের বার দেখে নেবে কেমনে ভোট ছোটে!