এই ভালোবাসার পদ্মাসন ছেড়ে
কোথায় পালাবে তুমি?
হিমালয়ের পাদদেশে?
আমি মেঘ হয়ে গিরিশৃঙ্গ হতে ঢলে ঢলে
সিক্ত করব তোমার গা-খানি।
তুমি যদি খোঁজে ফের স্বর্গের দ্বার
আমি হব সেই দ্বারের প্রহরী।
নদীর মাঝে পালাবে তুমি?
আমি স্রোত হয়ে খুঁজে বের করব তোমায়।
ফুলের মধ্যে পালাবে তুমি; একাকিত্বে?
আমি ভ্রমর হয়ে আঘাত হেনে—
গুন গুন রবে তোমার একাকীত্বকে করব হরণ।
আমি কত বসন্তের দ্বারে দ্বারে ঘুরে
আবিস্কার করেছি তোমায়; তোমাকে ঘিরেই
সাজিয়েছি আমি কল্পিত এক বসন্তভুবন।
আমার এ আবিষ্কৃত বসন্ত ছেড়ে—
কোথায় পালাবে তুমি?
পালাবার পথ আমি রুদ্ধ করে রেখেছি।