কথায় চিড়ে ভিজে না। ভিজানোর যত কাজ তা তরল বস্তুর। অথচ সেই কাজটিই অনেকে কথা নামের অবস্তু দিয়ে করতে চায়। এতে সফলও হয় অনেকে।
চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাইতো কথার জাদুতে অহরহ চিড়ে ভিজে। কোনো তরলের প্রয়োজন হয় না। এতে করে কার্যসিদ্ধির পথ হয়ে ওঠে পরিস্কার। কথার জাদুমন্ত্রে মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারার মধ্য দিয়েই এর সার্থকতা।
সুন্দর কথার জয় সর্বত্রই হয়। কথার মধ্যে কত অলৌকিক শক্তি নিহিত আছে তার খবর ক’জনা রাখে? অলৌকিক শক্তিধর যে মন্ত্র— তার মধ্যে জোড়ে দেওয়া আছে কথা। কথা যদি কথার কথা হয় তবে তা মূল্যহীন। কথার সাধন তাই মন্ত্রের সাধন।
কথা যদি ফুল হয়ে ফুটতে পারে, পাখি হয়ে উড়তে পারে, গান হয়ে ছড়াতে পারে মোহনীয়তা- তবেই কথার সার্থকতা। সার্থকতা বিবর্জিত কথামালা কথার কথা হয়ে নিছক ভেসে যায় শব্দতরঙ্গের সঙ্গে।