একটা নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করে
চারদিক হতে অনেকগুলো পথ-
চলে গেছে অনেক দূরে।
সবগুলো পথের ডাকের ইশারায়
বৃত্তের মাঝে ভাবাতুর আমি—
কোন পথে যাই?
এক পথ নিয়ে আসে সুন্দর জীবনের স্বপ্ন,
আরেক পথ, দুর্বুদ্ধিতার পসরা সাজানো প্রলোভন;
নানা পথের নানা আহ্বান।
সবাই আমাকে সাথী করে নিতে চায়
তাদের ডাকের ইশারায়।
আমি কোন পথে যাই?