পৃথিবীর সমস্ত জনসংখ্যার মাত্র এক ভাগ
হয়তো বা মানুষ, বাকি নিরানব্বই ভাগই
অমানুষের দলভুক্ত। এই সংখ্যাটা ক্রমাগত
বাড়ছে; অদূর ভবিষ্যতে শতভাগ পূর্ণ হয়ে
পৃথিবীতে মানুষের সংখ্যাটা শূন্যের কোটায়
নামিয়ে আনবে হয়তো। এই অমানুষ দলে
আছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ
আরও অনেক ধর্মাশ্রয়ী। এদের সিংহভাগ
ধর্মের লেবাসধারী ধার্মিকরূপী, অধার্মিক।
অমানুষের এই বিশাল বহরের তীব্র তোপে
স্বল্প সংখ্যক মানুষের টিকে থাকাটা দূরূহ,
জগতে মানুষের অস্তিত্ব তাই হুমকির মুখে।
এই মানুষগুলো ধর্মের মর্ম কিছুই জানে না,
না জেনে, না বুঝে, অতি উৎসাহী হয়ে এরা
ধর্মের নামে গড়ে চলেছে অধর্মের পাহাড়;
নিশ্চিত করে রাখছে নরকযাত্রার টিকিট।
জীবনের মোক্ষলাভ ঘটে ধর্মেরই পথ ধরে,
ভণ্ডের দল ভরাইতেছে জগতটা অনাচারে।
চলছে এখন কলির সন্ধ্যা; সময়টা খারাপ,
দুর্যোগের রাত নামতে আর বেশি বাকি নেই,
তেমন আলামত শুরু হয়েছে অনেক আগেই।
এবার অন্ধকার নামার পালা, নিকষ আঁধারে
তলিয়ে যাবার দুরন্ত প্রতীক্ষায় পুরো জনপদ;
সভ্যতা জুড়ে জেগে উঠবে ধ্বংসের ইতিহাস।