তিনি হলেন মস্ত কবি
চমৎকার আঁকতেন ছবি।
গানের গলাও মিষ্টি ভারী
অভিনয়েও নেইকো জুড়ি।
কালজয়ী সংগীত তাঁর,
বিশাল ভাণ্ড তার কবিতার।
ছোট গল্পের তিনি জনক
উপন্যাসেও তিনি সার্থক।
ছড়া কিংবা নাটক তাঁর
সর্বজন প্রিয় চমৎকার।
পত্র, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী
সবকিছু রূপ পেয়েছে বাণী।
অকল্প তাঁর লেখার হাত;
তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ।