রাতভর ফুটে ওঠে ভোরের কুসুম
আলো না ফুটতেই ঝরে পড়ার ধুম।
ক্ষণজন্ম লাভের তরে
প্রতীক্ষা তার রাত্রি ভরে
জন্মলাভের তরে শুধু যজ্ঞের এ হোম।