অন্তরে অনন্ত ক্ষুধা চাইযে ক্ষুধার অন্ন
অন্ন রবে অন্য ভুবনে আমার ভুবন শূন্য।
জোটে না অন্য মেটে না ক্ষুধা জেগে ওঠে হাহাকার,
ক্ষুধার রাজ্যে অন্তর হবে জ্বলে-পুড়ে ছারখার;
নিয়তির একি মির্মম খেলা আমার ভুবন ঘেরি,
আমারি তরে রাখিল সে শুধু কঠোর শাসন বেড়ি।
রহিবে অন্ন রাশি রাশি তবু ক্ষুধা সে মেটাতে নয়,
ক্ষুধার্তের প্রাণে এ কঠোর খেলা কেমন করিয়া সয়?
রাখহে নিয়তি এ খেলা তোমার ক্ষুধার্তের পানে চেয়ে
ধন্য হউক ক্ষুধার্ত হৃদয় ক্ষুধার অন্ন পেয়ে।