এখানে মানব নাড়ি ভাতের সাথে বাঁধা,
ভাত ছাড়া আছে কি আর জীবন রক্ষার?
এমনই  ধারণাপুষ্ট মানুষ আমার বাংলার;
তবুও এখানে রকমারি খাবার হয় রাঁধা।

দেশী-বিদেশী বিচিত্র সব খাবারের জাত
বাংলার ঘর জুড়ে করে অবাধ বিচরণ,
তবু এ ছাইপাশে জুড়ায় কি আর মন?
প্রাণ কেঁদে শুধু চায়— একমুঠো ভাত।