হাসপাতাল!
অপারেশন থিয়েটার!
ভিতরে সন্তান সম্ভবা প্রসূতি মাকে ঘিরে
ডাক্তার, আয়া, নার্সদের অব্যর্থ-প্রচেষ্টা।
বাইরের প্রশস্ত বারান্দায় পায়চারিরত
ভাবী নবজাতকের পিতা— শুভাকাঙ্ক্ষিরা,
গুণে চলেছে উদ্বেগাকুল অপেক্ষার আবিল প্রহর।
ক্ষণে ক্ষণে বুকের পাঁজর কাঁপিয়ে বেজে উঠছে
বেদনার্ত প্রসূতির অবাঞ্চিত চিৎকার,
শুভাকাঙ্ক্ষীদের মনে উদ্বেগের নাগপাশ।
সবকিছু ঠিকঠাকমতো হবে তো!
তারপর সেই উদ্বেগের ঘোর কাটলো।
হাসপাতালের চার দেয়াল প্রকম্পিত করে
বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ক্রন্দন;
যে ক্রন্দন উদ্বেগের ঘোর কাটিয়ে-
সবার মুখে এনে দিল প্রাণবন্ত হাসি!