সম্মুখেতে জীবনের ঘোরতর যুদ্ধ
পালাবার পথ নেই সব দ্বার রুদ্ধ।
জীবনের মহারণে ভীত যে নারী-নর;
তার ঘরে বাসা বাঁধে পরাভব সত্তর।
পিছনের দিনগুলি ছিল যেন পারিজাত
সম্মুখের দিন যেন দুরাশার কষাঘাত,
আশা-নিরাশার দোলে জীবনটা বন্ধ
এরই মাঝে জীবনের মূল গতিছন্দ।