এ জগতে যে জীবন করিয়াছি লাভ
সে জীবন জুড়ে শুধু দুঃখের প্রলাপ,
এর পরেও জনম যদি হয় চরাচরে-
মানুষ জনম বিধি দিও না আমারে।

শ্রেষ্ঠতর জনমের কিবা ফল তাই;
যেখানে সুখের ছোঁয়া লেশমাত্র নাই।
সুখময় জীবন নিয়ে যদিও অল্প বাঁচি
পশু কিম্বা পাখি হোক সে জনম যাঁচি।