জীবন নদীর কূলের কাছে
একটি কুঁড়েঘর,
কোন মতে দাঁড়িয়ে আছে
হাওয়ায় থরোথর।
যম-আকৃতি পশ্চিমা বায়
সদায় তারে নাচায়-কাঁদায়,
দু’জনের এই নিত্য খেলা
যেন শত্রু নিরন্তর।
কুঁড়ে ঘরের কি যে বাহার
ছোট্ট জীবন ভর,
নদীর কূলে জীবন তাহার
বড় যে নশ্বর।
বেশি আর নেই যে বেলা
হবে ঝড়ের লীলা-খেলা,
আসবে তেড়ে রাহুগ্রাসে
অল্প খানেক পর।
এখনো সে দাঁড়িযে আছে
বড়ই মনোহর,
লুটাবে সে ঝড়ের কাছে
হবে যে নিথর।
জীবন-নদীর এমনি খেলা
জীবন ঘিরে ঝড়ের মেলা,
ঝড়ের খেলা সাঙ্গ হলে—
মিলবে যে কূল-পাড়।