একটা অভাব ঘুচে গেলে আরেক অভাব দেয় তাড়া,
একটা আপদ দূরে গেলে আরেক আপদ হয় খাড়া।
একটা শত্রু নাশ হলে হয় আরেক শত্রুর অভ্যুদয়,
একটা দুঃখ মোচন হলে নতুন দুঃখের হয় উদয়।
এমনি করে মাথার উপর নিত্য আপদ জড়ো হয়—
এরই মাঝে বেঁচে থেকেও জীবন বড়ই মধুময়!