জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক;
পরাজয় বরণ করে ক্রমাগত পেচাচ্ছি আমি,
পেছাবার জায়গা বেশি আর বাকি নেই,
আর একটু পেছালেই পিঠে ঠেকবে দেয়ালটি।
এটি অন্যসব দেওয়ালের মত সাধারণ দেয়াল নয়;
দেয়াল জুড়ে গাঁথা আছে তীক্ষ্ম তীরের ফলা।
আর একটু পেছালেই দেয়ালে গাঁথা তীরের ফলা
আমার পিঠে গেঁথে যাবে। এখন উপায়?
তবে কি মৃত্যু ছাড়া অন্য কোন পথ নাই?
আমি কিংকর্তব্যবিমূঢ় হলেও এটা বুঝেছি—
এই দুরবস্থায় আমার জন্য দুটি পথ খোলা;
একটি মৃত্যুকে বরণ করা, অন্যটি আগানো।
অর্থাৎ একটি পথ জীবনের, অন্যটি মৃত্যুর।
বাঁচার পথ একটাই, আগানো ছাড়া রক্ষা নাই।
তাই বাঁচতে হলে আমাকে আগাতেই হবে,
নইলে নিরবে বরণ করে নিতে হবে মৃত্যুকে।
জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো জীবনযুদ্ধ
জীবনের দীর্ঘায়িত এ যুদ্ধে আমারই মতো—
এমন দুরবস্থায় অনেকেই পড়ে জানি অহরহ,
হয়তো এখনো অনেকেই আছে এমন দুরবস্থায়;
তাদের বলছি— মনে সাহস সঞ্চার করে
তোমরা শুধু আগাবার পথটিই বেছে নাও,
মনে রেখো, শুধু আগাবার পথটিই খোলা
তোমাদের জন্য, এর বিকল্প কোন পথ নেই।