বলি দেওয়া পাঁঠা কিংবা জবে করা পশুর তরপানি দেখে
যাদের মনে পুলক জাগে রসনা বিলাসের উন্মত্ততায়—
ঈশ্বর সেবার পথটা তাদের কতটা পরিষ্কার তা প্রশ্নবিদ্ধ!
‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর’
এই মহাবাণী ভূলুণ্ঠিত করে নিত্য তবু পশুহত্যা চলে
কখনো বা ধর্মের নামে, কখনো নিছক রসনার তাগিদে।
যে ভাবেই হোক, সব উপলক্ষের শেষ লক্ষ্য এক;
ভোজনরসিকের রসনা বিলাস হেতু সু-রন্ধিত হওয়া।