যে স্রোতস্বিনীর একদিন দুরন্ত গতিময়তা ছিল,
নরম উর্বর পলি অকৃপণ বিলিয়ে যেতো দুকূল জুড়ে;
দীনতা ঘুচিয়ে কৃষকের মুখে হাসি ফুটাতো ফসল সম্ভারে।
হায়! কালের আবর্তে আজ সে মৃতপ্রায়, অথর্ব-অচল!
রাক্ষুসে হানা দিয়ে চর দখলে মাতে ভূমিদস্যুর দল,
লক্ষহীন নগরায়ণের নির্মাণশৈলী পাল্লা দিয়ে বাড়ে,
স্রোত বহে নতুন করে মরা নদীর দুই পাড় জুড়ে,
তন্দ্রা হারা হয়ে ওঠে জেগে ওঠা দখলী চরাঞ্চল।