অকারণে ওরা যখন জ্বালে অশান্তির আগুন
আমার মাথায় তখন ঠিক চড়ে যায় খুন।
থেমে যাই, বাধা হয়ে দাঁড়ায় আমার বিবেক
বিবেকবোধে পরিপূর্ণ মানুষ আমি এক।
ওরা মানুষ নয়, কোন এক ধর্মাশ্রয়ী নর,
জাতিভেদের দুষ্টচক্র ওদের মাথার ভিতর;
সতত ওদের বিবেককে করিতেছে গ্রাস,
ওরা মানবকূলে ডেকে আনছে সর্বনাশ।