মুসলিম-মুসলিম ভাই-ভাই
এই তত্ত্বের ভিত্তি নাই,
উনিশ শ’ একাত্তরে—
বাংলার গ্রাম-প্রান্তর জুড়ে
খান সেনারা মুসলিম মারে।

শিয়া, সুন্নি আর কাদিয়ানী
একে অন্যের শত্রু মানি-
হিংসার আগুন জ্বালছে সবাই
যদিও মুখে বলে ভাই-ভাই,
বাাস্তবতার তাতে নেই বালাই।

জাতিগত দ্বন্দ্ব ঘুচে যাক
মানবতা মুক্তি পাক।
জাতি-দ্বন্দ্বে বিশ্বজগৎ জুড়ে
কত প্রাণ পড়ছে ঝরে-
দেখেছ কি তা হিসেব করে?