আমার নিদ্রাহীন চোখের উপর দিয়ে
বয়ে চলে ক্রীড়ারত শহরের শব্দময় রাত।
শব্দস্নাত রাতের এই ছেলেখেলা বহুদিন—
দেখে দেখে নিদ্রাক্লান্ত; বড়ই ঘুমকাতুরে
হয়ে আছে আমার টাটানো দুটি চোখ।
নিদ্রাদেবীর উপেক্ষার অনল থেকে নির্গত;
বাষ্পায়মান, সহ্যের সীমাভাঙা অদৃশ্য ধোঁয়ায়—
আচ্ছন্ন নিদ্রাহীন বিষন্ন রাতগুলো নিত্য
আমায় ডাকে— ডেকে ডেকে আবদ্ধ করে
তার খেলাঘরের দুর্ভেদ্য ব্যুহের ভিতর।
শব্দময়তার নাগপাশে আচ্ছন্ন রাত জাগে,
সাথে আমি জাগি শব্দদূষিত রাতের ব্যুহবদ্ধ হয়ে।
রাত জাগে,
আমি জাগি,
রাতের প্রহর জুড়ে শুরু হয় জাগরণের মিলন মেলা।