পুরাকালে না হলে মুনি-ঋষির ধ্যান,
মানবকূলে পৌঁছুত না ঐশ্বরিক জ্ঞান।
সেই কালে ঋষিদের ধ্যান হলে বন্ধ,
জ্ঞানে-কর্মে এ জগৎ থেকে যেত অন্ধ।
ঐশীবাণী লাভকারী ঋষিদের ধ্যান,
বেদরূপে প্রতিভাত সর্ববিধ জ্ঞান।