হৃদয়ের ভালবাসা কিযে এক কঠিন ভাষা কে বুঝিতে পারে?
বুঝিবে সে সেই বাণী আসিয়া এ ঢেউখানি কাতর করেছে যারে।
কিযে তার গভীর টান জুড়িয়া রয়েছে প্রাণ অন্তর কাড়ি লয় যেন,
ব্যথা দিয়ে ক্ষণে ক্ষণে ছুটে সে আপন মনে ফল্গুর অন্তধারা হেন।
পাগল হৃদয় তাই তান ধরে শুধু গায় কোন এক হৃদয়ের গান,
যে গানের সুর শুনে একাকী আপন মনে আরেক হৃদয়ে ধরে তান।
সে গানের সুরে মেতে আপনা হারিয়ে যেতে তাইতো কোনো কবি,
জনহীন স্থান খুঁজি ছন্দে আঁকিছে বুঝি কল্পলোকের রূপমুগ্ধ ছবি;
বুকে ধরি সে কল্পপট বেদনায় ছটফট ওষুধ কোথাও এর নাই,
তবুও বেদনাটিরে বুকের গভীরে ধরে নিজেকে হারিয়ে দিতে চায়!
অপরে আপনা হারা প্রেমের এ নিত্য ধারা বয়ে যায় চিরকাল ধরে
অমিয় প্রেমের ক্ষুধা নিত্য দানে স্বর্গসুধা বিদগ্ধ প্রেমিকের তরে।