হোদল চাচার ভুঁড়িখানা যাচ্ছে বেড়ে ঢের,
কেন এমন বাড়ছে ভুঁড়ি পাচ্ছ কিছু টের?
সীমা ছাড়া সরকারি মাল
ভুঁড়ির ভিতর হচ্ছে সামাল,
ভুঁড়ি বাড়ার রহস্যটা হারাম খাওয়ার জের।