আকাঙ্ক্ষা ছিল, ছিল বদ্ধমূল একটি আশাও
সুদূর সময়ের ব্যর্থ প্রয়াস গলে আশাটি আজ—
দূরাশার ধূলায় লীন। আকাঙ্ক্ষাটি হৃদ-আকাশে
আজো সূর্যসম জ্বলে। মনের ঘরে খেলে আজো
কবেকার সেই মানিকগঞ্জের মধুমিতা রায়।
কিন্তু সে আজ পরের ঘরের দিব্যি ঘরণী!
জানি, জীবনে তারে পাবো না কোনদিন;
হায় প্রেম! তবু কেন বেঁচে থাকো?