দুঃখগুলো ঘনীভূত হয়ে পাহাড় জমিয়েছে বুকে,
বাধভাঙা বেদনার অশ্রু জমে উঠেছে দুই চোখে।
আমার চারদিকে ঘিরে থাকা অসংখ্য উৎসুখ চোখ,
শ্যেন দৃষ্টিতে চেয়ে; অশ্রুভাসা দেখতে আমার বুক।
জীবনে বহুদিন বহুবার থামিয়েছি তোমার যাত্রারথ,
এবার শঙ্কাকুল আমি, হয়তো চেষ্টারা হারা হবে পথ।
হে অশ্রু, দুঃসময়ে ঝরো না তুমি অঝোর ধারায়,
এইসব লোকেদের ভিড়ে কেমনে লুকাব তোমায়?
সর্বসহার প্রতিমূর্তি পুরুষ আমি এ জগৎ সংসারে,
হে অশ্রু, তুমি কান্না নিয়ে ভিড়ো না আমার দ্বারে।
আত্মসম্মান বোধ নিয়ে কাল আমার কাটিছে শঙ্কায়;
ধুয়ে দিও না তারে তোমার প্রবল স্রোতের ধারায়।
চরম দুঃসময় চলছে এখন আমার জীবনটা জুড়ে,
বড়ই ক্লান্ত আমি হেঁটে হেঁটে দুঃখের সাগর তীরে।
শঙ্কা আমার বাস্তব করে হে অশ্রু, তুমি ঝরো না
আমি অসহায়, তোমার কাছে জানাই এই করুণা।