হারিয়ে যাওয়া ধনের তরে কেন এত হাহাকার?
রোদন ছেড়ে গভীর প্রাণে ভেবে দেখ একটিবার—
যে ধন ছিল তোমার হাতে আজ গিয়েছে অন্যহাত,
তারও আগে ছিল সে ধন অন্য কারো হস্তজাত।
এ জগতের এই তো বিধান পরিবর্তন চিরকাল;
সে নিয়মে ধন হারিয়ে হারাও কেন আশার হাল?