বলব কি আর দেশের কথা
এতো সবার জানা,
জানাশোনা ব্যাপার তবু
বলতে যেনো মানা।
মন্ত্রীরা সব কুমন্ত্রণায়
আছেন মেতে সদা,
তাদের কর্মকাণ্ড দেখে
মাথায় লাগে ধাঁধা।
কাজকর্ম নেইকো যেন
খেয়ে বাড়ান ভুরি,
কাজের নামে অর্থ লুটার
নেইকো তাদের জুড়ি।
মাঝে মাঝে জনসভায়
ভাষণ মারেন চাঙ্গা,
ভাষণ শুনে জনগণের
মন হয়ে যায় রাঙ্গা।
জনদরদী হয়ে আবার
ঝাড়েন আশার বুলি,
কালে-ভদ্রে হয়যে তাহা
শুধুই ফাঁকা বুলি।
বিরোধী দল ওঁৎ পেতে রয়
ক্ষমতা কাড়ার লোভে,
শান্ত দেশে অশান্তি ঢালে
ঈর্ষাভরা ক্ষোভে।
ডাক্তারেরা ডাকাত সেজে
রুগীর করে লুট,
নেতারা সব ক্ষমতালোভী
খুঁজে বেড়ান ভোট।
ছিনতাইকারীর জ্বালায় পথে
বের হওয়াটাই দায়,
মাস্তানী আর রাহাজানি
নিত্য শোভা পায়।
আর কতবা বলব যে ভাই
দেশের হালচাল,
এসব সত্য বলতে গেলে
কেউ পাছে হয় কাল।