হাড্ডিসার মানুষ কাঁদে ক্ষুধার তাড়নে
উচ্ছিষ্ট এঁটো-কাঁটা চেটেপুটে শেষ,
করল কারা!

নেড়ি কুত্তাগুলো আজকাল বড় নচ্ছার হয়ে উঠেছে,
খাবারগুলো নিক্ষিপ্ত হবার আগেই হাঁ করে থাকে!
হাড্ডিসার মানুষ ভাবে আর কাঁদে, তারপর চোখ মুছে
তাকায় চারপাশ, ক্ষুধা রাক্ষুসীকে তুষ্ট করার জন্যে।

রাস্তার পাশের ঘুণ্টি দোকানটিতে তার চোখ আটকায়।
দোকানের বেঞ্চে বসে লোকটা কিছু খেয়ে নিচ্ছে না?
তাইতো! পরম উৎসাহে এগিয়ে যায় সে, আশায়!
তারপর কঙ্কালসার হাত বাড়ায়, বাড়িয়েই থাকে।
লোকটা নাক সিঁটকে ঘুরে বসে, খেয়ে যাচ্ছে সে,
গোগ্রাসে সব শেষ! এবার কম্পমান হাত নেমে যায়
হাড্ডিসার মানুষটার; চিরাচরিত অভ্যাসবশত।
তার জঠরে ক্ষুধা রাক্ষুসী তোলপাড় করে,
তার অন্তর ফেটে পড়ে অব্যক্ত ক্ষোভে,
তার কোটরাগত চোখ ছলছল করে,
সে কাঁদে, কান্না তার শোভা পায়!