আমার বিপর্যয়ে যে খুশি হয় তার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিৎ— এই ভাবনা আমার মাথায় জাঁকিয়ে বসেছে। তেমনি একটা সম্পর্ক— যেমনটা হওয়ার কথা তেমনটা না হয়ে উল্টোটা হয়েছিল এতকাল। তাই এই ভাবনা।

অনেকদিন বন্ধুরূপে হৃদয়ে ঠাঁই দিয়েছিলেম একজনকে। দৈবক্রমে জানতে পারলাম— এই বন্ধুরূপী মানুষটি আমার প্রকৃত বন্ধু নয়। বন্ধুর অভিনয় করে চলে। জানলাম, আমার পরাজয় কিংবা বিপর্যয়ে সে খুশি হয়। শুধু তাই নয়, আমার বিপর্যঘ ঘটাতে গোপন চেষ্টায়ও মেতে থাকে সর্বক্ষণ।

চেনা আকাশে অচেনার মেঘ জড়ো হলো। এতকাল ধরে যে ছিল আমার ভরসা, এখন হয়ে গেল ভয়ের ঠিকানা।  আমি জানলাম, বাস্তবে সে আমার বন্ধু নয়— শত্রু। সাধারণ শত্রু নয়, গোপন শত্রু। গোপন শত্রু বড়ই ভয়ঙ্কর। প্রকাশ্য শত্রুদের থেকে সাবধান থাকা যায়। সাবধানতার ফলে তাদের পাতা ফাঁদ থেকে বের হবার কোন না কোন পথ পাওয়া যায়। কিন্তু গোপন শত্রুর ক্ষেত্রে তা সম্ভব নয়। এদের খপ্পড়ে পড়লে তৎক্ষণাৎ বিপর্যয়। যখন তখন বেজে উঠতে পারে মৃত্যুঘণ্টা।