গাঁজা খেয়ে গাঁজাখোড় সঙ্গীরে কয়;
নেশার কাছে কেন তুমি মান পরাজয়?
সঙ্গী কহে, বলছ একি!
তুমি মাতাল আমি দেখি;
নেশাকে জয় করাটা তোমার কর্ম নয়।