মন তুই হৃদয় জমিন চাষ করে নে
পতিত তারে রাখিস না রে।
জ্ঞানের ফসল ফলবে তাতে
ডুববি না তুই অন্ধকারে।।

হৃদয়ের ওই জমিনটা তোর
অতিমাত্রায় ফলনশীল,
যা ফলাবি তাই ফলিবে
ঘুচবে অভাবের আবিল।
ও ফসল করিস যদি দান
তবু সে থাকবে অফুরান
এমনতর সোনার ফসল
চাষ করিতে ভুলিস না রে।।

জ্ঞান ফসলে হৃদয় পূর্ণ হলে
ধন্য হবে জীবন তোর,
আলোয় জীবন ভরে দিতে
উঠবে ফুটে রাঙা ভোর।
কহে অধম সুভাষ দাস;
হৃদয় জমিন করলে চাষ—
তোর আপনার মানব জমিন
ফল-ফসলে যাবে ভরে।।