একি জনম আমায় দিলে বিধি জগৎ-সংসারে।
আমি সারাজীবন কাঁদলাম শুধু অন্তরে-অন্তরে।।

যাত্রাপালার নটের মত করলাম সুখির অভিনয়,
অন্তরেতে দুখের আগুন সদায় বসত গড়ে রয়।
আমি হৃদয় জুড়ে ক্ষত নিয়ে
গেলাম মেকি সাজ দেখিয়ে
মুখে হাসি রাখলাম শুধু লোক দেখাবার তরে।।

লোক-লজ্জার ভয় কেন রে অন্তর আমার কেঁদে কয়
মেকির মুখোশ পরে কেন মানলি রে তুই পরাজয়।
মেকির মুখোশ খুলরে এবার
ভাঁড় সাজিয়া থাকিসনে আর
সারা জীবন থাকবি কি তুই নিজকে গোপন করে।।