তুমি আমার কল্পলোকের চাঁদ
তোমায় ধরতে রাখছি পেতে
ভালোবাসার ফাঁদ।।
এই হৃদয়ের রাণী গো তুমি
দখল করে বসে আছ হৃদয় ভূমি।
হাজার স্বপন তোমায় নিয়ে
খেলে আমার মন রাঙিয়ে,
সেই তোমাকে হারাই যদি—
ভাঙবে আশার বাঁধ।।
আমায় তুমি বুঝো না গো ভুল
তোমার জন্যে মন আমার বড়ই আকুল।
তাইতো এ মন তোমায় খুঁজে
অন্য কিছু নাহি বুঝে,
তাই তোমাকে শোনাতে চাই—
মনের আর্তনাদ।।