তুমিতো প্রকাশিলে তোমার মনোকথা
আমাতে জড়াও যদি প্রাণে জাগে ভয়।
নদীতো সাগরে গিয়ে মিশবারই কথা
তবে আর কেন বল বৃথা অভিনয়?
আমাতে তোমার হৃদয় ছিল একদিন
আজি এ হৃদয় ছোঁয়ায় কেন এত ভয়?
পিছনের মহাভুল থাকে যদি ক্ষীণ,
সুমুখের তুচ্ছ ত্রুটি হানিবে কি ক্ষয়?
তোমার আমার প্রাণের যত কথা সব,
দু’জনার প্রাণে প্রাণে হয়ে আছে লীন।
হেরি তবু উদাসীন ভাবখানি তব,
আমার আশার প্রদীপ হয়ে আছে ক্ষীণ।
আমার এ ভগ্ন আশা তবু হাল ধরে
তোমারি অকূল কূলে ঠাঁই খুঁজিবার।
রবে না তবে কি প্রিয়ে আমার বাসরে;
দিয়ে প্রেমপূর্ণ ছোঁয়া ব্যথা রুধিবার?