অন্ধকারে ঘুমিয়ে গেছে পাড়া,
কিবা এক চিন্তা ধরি
বিছানাতে ওড়ামুড়ি,
রাত্রি জাগি আমি ঘুম হারা।
আকাশ ভরা তারা কত
জেগে জেগে হাসছে হাসি
গগন জুড়ে রাশি রাশি,
ভাবনা তাদের আমারি কি মত?
রাতভর কত প্রাণী জাগে
তান ধরি সব ঝিঁ ঝিঁ ডাকে
শেয়াল হাঁকে থেকে থেকে,
সবাই ওদের প্রাণের অনুরাগে।
আমার জাগা রাত্রিভরি
আঁধার ঘরে নিদ্রা ভেদি
প্রশ্ন করে কেউবা যদি,
উত্তর এর একটা— শুধু নারী।