দিবানিশি মনটা আমার করে আনচান
পাগলিনী করল আমায় শ্যাম কালাচাঁন।

কালো রূপে এত জাদু বলব কি আর সখি
রূপের ওই জাদুজালে জড়িয়ে গেছে আঁখি।
চোখের পলক যায় না ফেলা
হৃদয় জুড়ে বিষম জ্বালা
কালা বুঝি এই হৃদয়ে মারছে প্রেমের বাণ।।

কেমন করে ঘরেতে রই বলে দে আমারে
উচাটন করল আমায় কালার বাঁশির সুরে।
ঘরেতে মন রয় না যে আর
নেই যে উপায় বাইরে যাবার
এবার বুঝি কালা আমার ভাঙবে কূলমান।।