একি পিরিতের আশে
মনের হরষে
সাজে ওরা দেবদাস।
ওরা না পায় পারুরে
হৃদয় গভীরে
বহে শুধু দীর্ঘশ্বাস।।

রূপের মোহে মোহিত হৃদয়
ভাবনার বিষে হয় বিষময়
ওরা বিরহ দহনে
পুড়ে ক্ষণে ক্ষণে (২)
আপনারে করে নাশ।
আমি ভাবি মনে মনে
প্রেমের কারণে
কেন এ সর্বনাশ।।

রূপের পূজারী নইকো আমি
হৃদয়ের পূজা সেও দূরগামী
আমি হৃদয় দুয়ারে
খুঁজি বারে বারে (২)
নিত্য সুখের শ্বাস।
আমি ভালবাসাবাসি
নাহি ভালবাসি
করি না প্রেমের আশ।।