আমি মরবো কেন ভাবনা ভেবে
যখন আমার যা প্রয়োজন
সবকিছু তো তুমিই দেবে।

আমি এটা সেটা কত কি চাই
চাওয়ার কোন অন্ত নাই,
চাওয়া-পাওয়ায় মিল না হলে
বিধি তোমায় ভুলে যাই।
প্রভু ঘুচাও আমার এই দীনতা
ভুলায়ো না তোমার কথা,
বড় আশা নিয়ে বসে আছি
কবে তোমার কৃপা হবে।

আমার বুঝতে দেরি হয়ে গেল
তোমার কাছে চাওয়া ভুল,
তুমি সবারে ঠিক দান করে যাও
কর্মগুণের সমতুল।
আমার কর্ম যদিও মন্দ অতি
হয়ো না বিমুখ আমার প্রতি
চালাও তোমার দানের পালা
যতদিন এ জীবন রবে।