আমি ধরব তারে এমন ভাগ্য হবে কি কপালে।
সেই মনের ময়না বসত করে অতি উঁচু ডালে।।
ওই মন পাখিটার মনের ধরন বুঝিব কি করে,
সেযে উড়ে উড়ে বেড়ায় শুধু মনের আকাশ জুড়ে।
আবার মনের সুখে নেচে বেড়ায় গাছের উঁচু ডালে
সেতো আসলো না কখনো আমার হাতেরি নাগালে।।
যেমন হাত বাড়িয়ে বামুন ঠাকুর চাঁদেরে না পায়,
আমি তেমন করে শুধু মিছে হাত বাড়িয়ে যাই।
মন পুড়িয়ে ময়না আমার
ফাঁকি দিয়ে যায় বারেবার
আমার অন্তর পুড়ে ছাই হবে যে তুষেরি অনলে,
সেই মনের ময়না ধরার আশা যায় যদি বিফলে।।