তারে বিত্তহীনে
নিতে পারে কিনে
অর্থকড়ি বিহনে।
ওরে ও দীনহীনা
সে মহাধন কড়ি বিনা
ভক্তি দিয়ে কিনে নে।।

দয়াময় সে দয়ার সাগর
এই জগতের কাণ্ডারী,
আপন করে কিনতে তারে
লাগে না কোন কড়ি।
নয়তো সে বিত্তহীনার
নয় আবার ধনীজনার
সেই জগৎ নিধি সবার তরে
আছেন সবার জীবনে।।

সেই দয়াময় পরম পুরুষ
সদায় বিকায় মুফতে,
সুভাষ দাস কয় কিনবি যদি
আয় না ছুটে তার পথে।
সে পথ হল ভক্তি গাঁথা
নাই তাতে কড়ির কথা
সেই মহাধন রাখতে হয় রে
ভক্তি ভরে মননে।।