অন্তরে অনন্ত ব্যথা রে
ব্যথার কোন ওষুধ নাই।
অন্তর জুড়া ব্যথা আমার
বলো কি দিয়ে জুড়াই।।
সর্ব অঙ্গে লাগলে ব্যথা রে
ওষুধে তা সারে,
অন্তর অঙ্গে লাগলে ব্যথা
ওষুধে কি করে।
আমার ব্যথা অন্তর গাঁথা
ওষুধ দিবার জায়গা নাই।
অন্তর জুড়া ব্যথা আমার
বলো কি দিয়ে জুড়াই।।
আমার এ অন্তরের ব্যথা রে
আমিই শুধু বহি,
না যায় বলা তাহার কথা
নিরবে তাই সহি।
সুখ ভোলানো প্রাণ কাঁদানো
ব্যথার ওষুধ কোথা পাই।
অন্তর জুড়া ব্যথা আমার
বলো কি দিয়ে জুড়াই।।