বাঁচতে চাই না আমি প্রেমহীন— একদিন।
প্রেমের কাঙাল আমি চিরদিন— সীমাহীন।।
আমার প্রেমিক মন প্রেম ছাড়া বুঝে না কিছু
তাই তো সারাক্ষণ ঘুরি আমি প্রেমের পিছু—
একটু খানি প্রেমের বাতাস
না পেলে হয় হৃদয় হতাশ
প্রেম আমার জীবন জুড়ে আলো-অন্তহীন।।
প্রেম যদি আলো হয় অপ্রেম অন্ধকার
চাই না কিছুতে আমি আঁধারে হারাবার
অপ্রেমের আঁধার হতে
আলোকের দেখা পেতে
প্রেমের পথ আমি হেঁটে যাই নিশিদিন।।