আমি শ্যাম রাখিলে কূল হারা হই
আবার কূল রাখিলে শ্যাম হারাই
আমি রাধা করি কি উপায়
সখি তোরা বলে দে আমায়।।

ও সখিরে— শ্যাম যদি ছাড়ি আমি মরিব মরমে
আবার কূল যদি দেই ছাড়িয়া ঠেকিব ধরমে
আমি কোনটা ছাড়ি, কোনটা ধরি,
পড়লাম বিষয় দাম।
প্রাণের সখি একবার তোরা বলে দে আমায়।।

ও সখিরে— শ্যামের লাগি কত আমি করব লুকোচুরি
আমার শাশুড়ি-ননদী সবাই করে নজরদারি
আমি কূল ছাড়িব, শ্যাম ধরিব,
এইতো মনের অভিপ্রায়।
প্রাণের সখি শ্যামকে তোরা জানিয়ে দিয়ে আয়।।