হাত-পা তুই বাঁধতে পারিস
মন বাঁধতে পারিস না,
তবু কেন পাগলারে তুই
আমার পিছু ছাড়িস না।
গায়ের জোরে কখনো কি
মনটা বাঁধা যায়,
ভালবাসার সুতো দিয়ে
বাঁধতে তারে হয়।
জোর-জুলুমের ভালবাসা
ঘুচাতে নয় প্রাণ-পিপাসা;
কেন সে তুই মানিস না।
ছায়ার মতো ঘুরে বেড়াস
আমার পিছে পিছে,
বুঝেছি তুই রূপের পাগল
(তোর) ভালবাসা মিছে।
জানতি যদি মন বাঁধতে
পারতি তুই আমার হতে
সে কথাটা জানিস না।