ফসলের মাঠ কহে, আষাঢ় বাদল—
অঝরে ঝরিয়া কেন মোরে কর তল?
বাদল কহিল ভূমি, মেঘেরে শুধাও
শুধু শুধু অবপাদ কেন মোরে দাও?
মাঠ কহে মেঘদল, করহ বচন—
কেন বা করিছ এমন ধারা বরিষণ?
মেঘ বলে বসুমতি, বায়ুরে শুধাও
তারি বেগে চলে মোর বর্ষণের নাও।
বায়ুরে ডাকিয়া কহে ফসলের মাঠ—
ঘটিয়ে চলিছ তুমি একি বিভ্রাট?
বাতাস কহিল হেসে, সাধ্য কি আমার;
সাগর যদি না দানে জলরাশি তার?
অবশেষে মিনতি সে সাগরে জানায়;
বুক তার কেন ভরে কানায় কানায়?
সাগর কহিল ভূমি, দোষ কি আমার
সূর্যের কাছে তুমি চাও প্রতিকার।
সূর্যেরে শুধায় শেষে ক্লান্তসিক্ত মাঠ
বসালে কেন তুমি বর্ষণের হাট?
সূর্যদেব হেসে কন, শুনহে বচন—
খরা আর বরিষণ আমার রচন।
আমিই সবার গতি দানি রাত্রি-দিন
আমি স্তব্ধ হয়ে গেলে সব গতিহীন।
কেন মিছে গাও তুমি আশঙ্কার গীত
আমার কর্মের ফল সকলের হিত।