এখানে ষড়ঋতু ছিল, ছিল ঋতুর অমোঘ বৈচিত্র্য
কালে কালে আজ তা হয়ে গেছে গল্পকথা।
রূপকথার গল্পের মতই ছয়টি ঋতু এখানে বর্ষভরি
জাদুর কাঠি নিয়ে খেলে যেতো তার জাদুর খেলা,
রূপের জাদুমাখা সে কাঠি আজ চুরি হয়ে গেছে;
কোন এক অচিনপুরীর প্রকৃতিবৈরী রাজকুমার এসে
চুরি করে নিয়ে গেছে সেই বিচিত্র জাদুর কাঠি।
এখানকার প্রকৃতি তাই তার চিরাচরিত নিয়মহারা
হয়ে দাঁড়িয়ে আছে অনিয়মের এক আবিল বেদীতে,
ঋতুগুলি আজ আর বৈচিত্রেরর সাজ নিয়ে আসে না।
তারা আজ রূপকথার ঝুলিতে হয়ে আছে নিদ্রামগ্ন,
প্রকৃতির ঋতুভেদ ভেদহীনতায় হয়ে আছে লীন।