ভালো লাগে, সিগারেটের প্যাকেট থেকে
মুশরে বের করা সিগারেটের শুঁকাগুলো—
তোমার অনুরাগের বাতাসে উড়িয়ে দেয়া।
ভালো লাগে, তোমার শাসনের বেড়াজাল;
আমায় পলকহীন না করার অনুরাগ ভেদি—
তোমার সব নিষেধাজ্ঞার পাহাড় ডিঙোতে।
ভালোলাগে, তোমার পছন্দের বাইরে গিয়ে-
আমার কু-অভ্যাসগুলো আবার ঝালিয়ে নিতে।
কু-অভ্যাসগুলো নিবৃত করতে পারবে না জেনেও;
তোমার নাছোড়বান্দা শাসন বেড়ি বড্ড ভালো লাগে।
ভালো লাগে, আমার সব একঘেঁয়েমির প্রতি তোমার
বিতৃষ্ণা পেয়ালা ভরা ক্ষোভ, তারপরও ভালবাসা।