একটি পাখি বাসা বেঁধেছিল আমারি এই বুকে,
বুকের স্নেহমাখা শীতল ছায়া পেয়ে।
আমার মনের অজান্তে তার বাসা,
দিনে দিনে হয়ে উঠছিল খাসা।
তারপর একদিন যখন সে উঠল গান গেয়ে,
হৃদয় নাচল আমার মহা উৎসুকে।

ভাবলাম পাখি বুঝি বশ মেনেছে চিরতরে,
বুকের বাসা ছেড়ে সে যাবে আর কোথা?
কিন্তু আজ পাখি হায়, পাখায় পাখায়—
বুকের এ বাসা ছেড়ে সুদূরে মিলায়।
পাখি আর গাবেনাকো গান, জুড়াবে না মনের ব্যথা,
বুকে শূন্য বাসা রেখে সে উড়ে গেছে দূরে।

পাখি উড়ে চলে গেছে ছিঁড়ে মায়ারাখি
আশাদীপ্ত প্রেমগানে মাতিয়ে আমায়।
আজও তাই মন কাঁদে বসন্ত বিলাসে;
পাখির কূজন মাখা অভিসার আশে।
বিহ্বল প্রাণ আমার আজও কাঁদে পাখির মায়ায়
ব্যথার রোদন গান ফেলে রেখে গেছে যেই পাখি।