সকাল বিকাল দু’বেলাতে
আমার বাড়ির আঙিনাতে
ছুটে আসে একটি পাখি।
সেই পাখিটা নিরব মুখে
তাহার বাঁকা করুণ চোখে
করে আমায় ডাকাডাকি।

নিত্যদিন সে আমায় ডাকে
কেমনে আমি ফিরাই তাকে
তাইতো তারে দেই না ফাঁকি।
পাড়া-পড়শি কেউ না জানে
আহূত সেই পাখির পানে
পড়ে থাকে আমার আঁখি।

এই পাখিটার নিরব গানে
কাঁপন ধরায় আমার প্রাণে
তাইতো তারে বুকে রাখি।
সে আছে এই হৃদ-কাননে
তাইতো আমি তাহার সনে
বেঁধে নিলাম প্রেমের রাখি।