একটি মুখের বাণী—
বেদ-কোরানের বাণীর মত
সদায় আমি মানি।
তাহার বাণী আমার তরে
আশীষ হয়ে নিত্য ঝরে,
জীবন ভরে তাই সে বাণী
সদায় আমি মানি;
সে আমার মায়ের মুখের বাণী।